বগুড়া কাহালু’র দেওগ্রামে ভটভটি চাপা পড়ে মিনি পেট্রোল পাম্পের মালিক নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে ভটভটির নীচে চাপা পড়ে মিনি পেট্রোল পাম্পের মালিক শাহজাহান আলী (৪৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তালোড়া-দেওগ্রাম সড়কের দেওগ্রাম বাজার এলাকায়। নিহত শাহজাহান দেওগ্রাম সরদারপাড়া গ্রামের নবীর উদ্দিনের ছেলে।
জানা গেছে, নিহত শাহজাহান দেওগ্রাম চারমাথা এলাকায় একটি মিনি পেট্রোল পাম্প বসিয়ে পেট্রোল ও ডিজেল বিক্রির ব্যবসা করতেন। ঘটনার দিন সন্ধ্যায় সে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি অটো চার্জার ভ্যানে চড়ে তালোড়া-দেওগ্রাম সড়ক দিয়ে নিজ বাড়ি ফেরার সময় উল্লেখিত স্থানে ভ্যানটি উল্টে যাবার উপক্রম হলে নিজেকে রক্ষার জন্য সে ভ্যান থেকে ডান পাশে সড়কের ওপর ঝাঁপ দিলে একই সময় বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ভটভটি তাকে চাপা দেয়।
আরও পড়ুনএতে সে গুরুতর আহত হয়। এরপর আহত শাহজাহানকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাহালু উপজেলা হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।
মন্তব্য করুন