ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

এবার প্রকাশ্যে এলো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির

এবার প্রকাশ্যে এলো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির

এবার প্রকাশ্যে এসেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে আসে তারা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে সামজিক যোগাযোগমাধ্যমে জেলা শহরের এরাবিয়ান কমিউনিটি সেন্টারের নবীনবরণ অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়ে।

জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে গোপনে কার্যক্রম চালালেও দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে আসে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির। নবীনবরণ অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অন্তত ৩০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে। তবে নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম এখনো প্রকাশ্যে আনেনি এই ছাত্র সংগঠন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন।

নবীনবরণে উপস্থিত কয়েকজন শিবির নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই শিবিরের কমিটি ছিল তবে কখনো প্রকাশ্যে আসেনি। এবার প্রকাশ্যে এলেও সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির কারাও নাম প্রকাশ হয়নি।

আরও পড়ুন

এদিকে নবীনবরণে উপস্থিত নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ তাই সহজেই সামনে আসবে না কমিটি। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে সামনে আসার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ