ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণ মামলায় স্কুলছাত্র গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণ মামলায় স্কুলছাত্র গ্রেপ্তার, প্রতীকী ছবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিন বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রকে (১৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর) ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার বেলা ২টায় উপজেলার পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাতেই ওই শিশুর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর মো. আরাফাত হোসেন সদর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে দক্ষিণ চকযদু গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে। ঘটনার দিনে উপজেলার দক্ষিণ চকযদু এলাকায় তার নিজ বাড়িতে স্থানীয় জনৈক ব্যক্তির তিন বছর বয়সী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

আরও পড়ুন

পরে শিশুটির কান্নার চিৎকারে তার মাসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেন। পরে ধর্ষণের ঘটনার দায় থানা পুলিশের কাছে স্বীকার করে ওই স্কুল পড়ুয়া কিশোর।

ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে আজ বুধবার (৪ নভেম্বর) সকালে কিশোরকে শিশু আদালতে প্রেরণ করা হয়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা

তিন দফা দাবিতে বুধবার ‘লং মার্চ টু যমুনা’ ঘোষণা জবি শিক্ষার্থীদের

জয়পুরহাটে জামিন নিতে এসে কারাগারে গেলেন দুই আওয়ামী লীগ নেতা

বগুড়ার ধুনটে ১১০ কোটি টাকার ভুট্টা উৎপাদন, কৃষকের লাভ দ্বিগুনেরও বেশি

রাজশাহীতে রেফারি প্রশিক্ষণ শুরু

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, গ্রেফতার ১