ভিডিও সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১১:০১ রাত

রংপুরে বিক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ

রংপুরে বিক্ষুব্ধ ছাত্র জনতার বিক্ষোভ, ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা প্রতিনিধি : ভারতের আগরতলার ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানোর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

সমাবেশ থেকে ভারতীয় পণ্য ও মিডিয়া বর্জনের ডাক দেওয়ার পাশাপাশি ভারত ষড়যন্ত্র বন্ধ না করলে বাংলাদেশের সব ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। গতকাল সোমবার রাতে প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ থেকে ভারতকে এ হুঁশিয়ারি দেয়া হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ করে।

এতে বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটি রংপুরের সদস্য সচিব আলমগীর নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক ইমরান হোসেন, মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, জেলা সদস্য সচিব ডা. আসফাক আহমেদ জামিল, মহানগর সদস্য সচিব রহমত, জেলা মুখপাত্র ইয়াসির আরাফাত, মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

অন্যদিকে রাত সাড়ে ৯টায় নগরীর পার্কের মোড়-সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আটোরিকশা সুপারশপে চালকসহ আহত ২

চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পারিবারিক ছবিতে শুভেচ্ছা বার্তা দিলেন রুনা খান

১৬ বছরের কমবয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করছে মালয়েশিয়া

নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন