ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঢাকার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার

ঢাকার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার, ছবি:মির্জা সম্রাট রেজা

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলা প্রতিবাদে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসের প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে রাজধানীর শাহজাদপুর বাঁশতলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের পুলিশ সদস্যরা। তাদের পেছনে রয়েছে এপিবিএন’র সদস্যরা। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও এ এলাকায় মোতায়েন রয়েছেন। বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাস অভিমুখী রাস্তায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দাদের যেতে দেওয়া হলেও করা হচ্ছে তল্লাশি।

আরও পড়ুন

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজ ক ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন। এর পরিপ্রেক্ষিতে দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের- প্রধান উপদেষ্টা

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ

এনআইডিতে বাবার বয়স ৫৮ ছেলের ১০৭

বগুড়ার সোনাতলায় আ‘লীগ নেতা ও ইউপি সদস্য লিমন গ্রেফতার

দিনাজপুরে ৪শ’ পিস ইয়াবাসহ আটক ২