ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ায় স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর হাসপাতালে মৃত্যু

বগুড়ায় স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর হাসপাতালে মৃত্যু, ছবি: সংগৃহীত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে স্বামীর নির্যাতনে আহত রেক্সোনা (৫০) নামের এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। ঘাতক স্বামী আবু জাফরকে (৬০) পুলিশ গ্রেপ্তার করেছে। 

গৃহবধূ রেক্সোনার স্বজন এবং প্রতিবেশীরা জানিয়েছেন, গৃহবধূ রেক্সোনাকে স্বামী আবু জাফর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে গত ২৬ নভেম্বর রেক্সোনাকে বেদম মারপিটে গুরুতর আহত করা হয়। পরদিন ২৭ নভেম্বর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় রেক্সোনাকে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডেলটা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে রেক্সোনা মারা যান। রেক্সোনার ছোট বোন মিনু আক্তার জানান, আবু জাফর এর আগেও অনেকবার রেক্সনাকে মারধর করেছে।

আরও পড়ুন

 শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযান চালিয়ে খুনি স্বামী আবু জাফরকে গ্রেপ্তার করেন। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, গৃহবধূ রেক্সোনার মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে এবং তার স্বামী আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত

চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া পাননি আন্দোলনকারীরা

খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি

পঞ্চগড়ে ছিলাম, যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি: সারজিস

নতুন পোপ হলেন রবার্ট প্রেভোস্ট

যমুনার সামনে পুলিশের সতর্ক অবস্থান