কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরাঞ্চলের জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৭

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চরাঞ্চলের ৮ বিঘা জমির ভোগদখল নিয়ে সংঘর্ষে উভয় গ্রুপের নারীসহ ৭ জন আহত হয়েছে। আহতদেরকে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে আজ রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টার সময় উপজেলার কৃষামত শিমুলবাড়ী চর এলাকায়।
আহত পরিবারের সদস্যরা জানান, চর কৃষামত শিমুলবাড়ী চর অঞ্চলের ৮ বিঘা জমি নিয়ে মৃত জহির উদ্দিনের ছেলে আলতাফ হোসেনের সাথে একই এলাকার হয়রত আলীর ছেলে আব্দুল হাই এর মধ্যে ভোগদখল নিয়ে বিবাদ সৃষ্টি হয়। এ নিয়ে গ্রাম্য সালিশী বৈঠক হলেও দ্বন্দ্ব নিস্পত্তি হয়নি।
পরে আলতাফ হোসেন বাদি হয়ে আদালতে মামলা করেন। বিবাদমান জমিতে উভয়পক্ষকে দখল না করার জন ১৪৪ ধারা জারীর আদেশ দেন আদালত। সে মোতাবেক জমি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আজ রোববার (১ ডিসেম্বর) আলতাফ হোসেন বিবাদ মান জমির ওপর দিয়ে শ্যালো মেশিনের পাইপ নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে আব্দুল হাই বাধা দেয়। পরে অতর্কিতভাবে হাই এর পরিবারের সদস্যরা দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে।
হামলায় উভয়পক্ষে আহত হন আলতাফ আলী (৫২), আহের আলী (৪৫), আহেলা বেগম (৪৮), আব্দুল হাই (৩০), হামিদুল হক (৩৬), আজিজুল হক (১৯), মরিয়ম বেগম (২৭)। আহতদেরকে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে আলতাফ আলী, আহের আলী, আব্দুল হাই ও হামিদুল হকের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনওই এলাকার ইউপি সদস্য রাশেদুল ইসলাম জানান, বিবদমান জমিতে ১৪৪ ধারা জারি করেছে আদালত। সেই জমির ওপর দিয়ে পাইপ নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে। ফুলবাড়ী হাসপাতালের কর্মরত চিকিৎসক হোমায়রা জানান, মারামারির ঘটনায় ৬ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, বিবদমান জমি নিয়ে উভয়পক্ষকে আগামী শুক্রবার সমাধানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে মারামারির ঘটনা হওয়ায় আহতরা হাসপাতালে রয়েছে। অভিযোগ নিয়ে এলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন