ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪, ০৯:০৯ রাত

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পাস, ভাইভায় ৩ প্রার্থী গ্রেপ্তার

কনস্টেবল পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেপ্তার

মানিকগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ভাইভা (মৌখিক পরীক্ষা) বোর্ড থেকে তিন প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তাররা হলেন, দৌলতপুর উপজেলার তালুকনগর এলাকার বাবু খানের ছেলে শামীম খান (১৯), রোল নং-৪৯১০৪৬৩; একই এলাকার মতিন খানের ছেলে ইসমাইল খান (১৮), রোল নং-৪৯১০৭৫২ এবং একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে নাজমুল হোসেন (১৮), রোল নং-৪৯১০৭৭৪।

পুলিশ জানায়, চলতি মাসের ২২ তারিখে কনস্টেবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুক্রবার (৩০ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইনে ভাইভা পরীক্ষার জন্য আসেন তারা। সেখানে কয়েকজন প্রার্থীর কথা অসামঞ্জস্য মনে হলে তাদের নিবিড় পর্যবেক্ষণ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিন প্রার্থী তাদের লিখিত পরীক্ষায় অন্য কেউ প্রক্সি দিয়েছেন বলে স্বীকার করেন।

আরও পড়ুন

 

পুলিশ আরও জানান, লিখিত পরীক্ষায় প্রক্সি দেয়ার জন্য শামীম এবং ইসমাইলের কাছ থেকে ১০ হাজার এবং নাজমুলের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছে চক্রটি। চাকরি পাওয়ার পর চক্রটিকে প্রত্যেক প্রার্থীর ১০ লাখ টাকা করে দেওয়ার চুক্তি ছিল।

 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বলেন, নিয়োগ বোর্ডের পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেছেন। যে চক্রটি এ কাজ করেছেন, তাদের খোঁজা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের গণমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটে বিপর্যয়

মুশফিকের শততম টেস্ট বিনা টিকিটে দেখতে পারবেন শিক্ষার্থী ও শিক্ষকরা

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

নাটোরের সিংড়ায় ভরা মৌসুমেও সবজির দাম আকাশ ছোঁয়া

এক সময় যারা মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা