ভিডিও বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪, ০৭:৪৪ বিকাল

রংপুরে প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে জয়ী

রংপুরে প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে জয়ী

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে গতকাল শুক্রবার বিকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ৯০ দশকের দেশের নামকরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। রংপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে রংপুর সোনালী অতীত ক্লাব এবং ঢাকা সোনালী অতীত ক্লাব অংশগ্রহণ করে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রধান অতিথি থেকে প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন। রংপুর সোনালী অতীত ক্লাবের দলনেতা মোহাম্মদ রাকিবুজ্জামান রাকিব বলেন, টুর্নামেন্টের আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে আমরা যারা এক সময় দেশের বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি তাদের মধ্যে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখা। আমাদের ইচ্ছা আছে দেশের বাইরে ভারতসহ বিভিন্ন দেশে এ ধরনের টুর্নামেন্টে আয়োজন করা।

ঢাকা সোনালী অতীত ক্লাবের দলনেতা শেখ মো. আসলাম বলেন, সুম্পর্কের কারণে সুদূর ঢাকা থেকে ছুটে এসেছি আমরা। ঢাকা সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে রংপুর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা সোনালী অতীত ক্লাবের আরমান।

আরও পড়ুন

পরে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন জাপা কো চেয়ারম্যান ও রসিক সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ফুটবল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. রহমত আলী। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মো. রতন মিয়া ও মো. আব্দুল লতিফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির সদস্য সচিব আখতারের নগদ ১৩ লাখ টাকা, নেই বাড়ি-গাড়ি

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ৬ মাসে পল্লী বিদ্যুতের ২৯টি ট্রান্সফরমার চুরি

বছরের প্রথম দিনেই স্বর্ণের দামে বড় দরপতন

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে নবজাতকের নামকরণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার গাবতলী প্রেস ক্লাবের দোয়া মাহফিল