ভিডিও শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

রংপুরে প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে জয়ী

রংপুরে প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে জয়ী

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে গতকাল শুক্রবার বিকেলে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ৯০ দশকের দেশের নামকরা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। রংপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে রংপুর সোনালী অতীত ক্লাব এবং ঢাকা সোনালী অতীত ক্লাব অংশগ্রহণ করে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল প্রধান অতিথি থেকে প্রীতি ফুটবল খেলার উদ্বোধন করেন। রংপুর সোনালী অতীত ক্লাবের দলনেতা মোহাম্মদ রাকিবুজ্জামান রাকিব বলেন, টুর্নামেন্টের আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে আমরা যারা এক সময় দেশের বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি তাদের মধ্যে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখা। আমাদের ইচ্ছা আছে দেশের বাইরে ভারতসহ বিভিন্ন দেশে এ ধরনের টুর্নামেন্টে আয়োজন করা।

ঢাকা সোনালী অতীত ক্লাবের দলনেতা শেখ মো. আসলাম বলেন, সুম্পর্কের কারণে সুদূর ঢাকা থেকে ছুটে এসেছি আমরা। ঢাকা সোনালী অতীত ক্লাব ৩-২ গোলে রংপুর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা সোনালী অতীত ক্লাবের আরমান।

আরও পড়ুন

পরে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন জাপা কো চেয়ারম্যান ও রসিক সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ফুটবল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. রহমত আলী। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মো. রতন মিয়া ও মো. আব্দুল লতিফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনায় নৌকা উল্টে ২ জেলের মৃত্যু

কনকনে শীত ডিসেম্বরেই, যে বার্তা দিল আবহাওয়া অফিস

এবার ‘চ্যাটজিপিটি প্রো’ এল গবেষকদের জন্য

আসছে ফারুকীর ৪২০ ডাবল আপ ৮৪০

সিরাজগঞ্জে ট্রেনে হেরোইন পাচারকালে নারী আটক

পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করল বাংলাদেশ