ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

জিততে ১৯৪ রান করতে হবে বাংলাদেশকে

জিততে ১৯৪ রান করতে হবে বাংলাদেশকে, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচ হারের পর আয়ারল্যান্ড নারী দল দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান করেছে। তাতে বাংলাদেশের লক্ষ্যটা পড়েছে ১৯৪ রানের।

টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের ওপেনাররা ভালো শুরু করতে পারেননি। সারা ফোর্বস ৩৪ রান করেন ৮৯ বলে, অধিনায়ক গ্যাবি লুইস আউট হন মাত্র ১২ রান করে। দল তখন ১০.১ ওভারে ৩৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে এরপর এমি হান্টার ৬৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার সঙ্গে অর্লা প্রেন্ডারগাস্ট তৃতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন। প্রেন্ডারগাস্ট ৭২ রান করেন ১৪০ বলে। শেষদিকে লরা ডেলানি ৫০ রান করে দ্রুত রান বাড়ানোর চেষ্টা করেন। তিনি রান আউট হলে ইনিংসের গতি কিছুটা কমে যায়। তবে উনা রেমন্ডহোয়ি ১৮ রান করে অপরাজিত থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। অতিরিক্ত রানে আসে ৩ রান, সঙ্গে একটি পেনাল্টি থেকে আসে আরও ৫ রান।

আরও পড়ুন

বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা খাতুন ১০ ওভারে ২ উইকেট নেন। নাহিদা আক্তার ১ উইকেট পান, আর স্বর্ণা আক্তার চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট তুলে নেন।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির মান

প্রতিপক্ষের জালে বার্সা’র গোল উৎসব

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত 

 প্রেম নিয়ে মুখ খুললেন সাফা কবির!

সিন্ডিকেট বন্ধ করা গেলেও চাঁদাবাজি বন্ধ করা যাচ্ছে না : অর্থ উপদেষ্টা

নয়ারের প্রথম লাল কার্ড, জার্মান কাপ থেকে বিদায় বায়ার্নের