ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৪, ০৯:২৫ রাত

ঝিনাইদহে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের সিহাব হোসেন (২৫), কোটচাঁদপুর উপজেলার নওদাগ্রামের তামিম হোসেন (১৫), তার বাবা মনিরুল ইসলাম (৪২), নায়ায়ণগঞ্জ এলাকার শাকিব হোসেন (২৫) ও তার স্ত্রী অরিন আক্তার (২১)।

এদের মধ্যে নসিমন চালক মনিরুল ইসলাম ও তার ছেলে তামিম ও মোটরসাইকেলের আরোহী শাকিব হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোরে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে মোটরসাইকেলে ৩ জন যাচ্ছিলেন। পথিমধ্যে ঈশ্বরবা বটতলা নামক স্থানে পৌঁছালে কোটচাঁদপুরগামী শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা ৩ জন ও নসিমনের চালকসহ ২ জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোরে রেফার্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেটের হৃৎস্পন্দন যখন থমকে যায়

অনশনরত বিসিএস পরীক্ষার্থীদের কথা শুনছেন ডা. তাসনিম জারা | 47Th BCS | Dr Tasnim Jara

বগুড়ায় বাঁশের গ্যালারিতে বসে ভলিবল খেলা দেখল দর্শক | Volleyball | Daily Karatoa

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আবার ভূমিকম্প আতঙ্ক

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের