ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৪, ০৯:২৫ রাত

ঝিনাইদহে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা নামক স্থানে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের সিহাব হোসেন (২৫), কোটচাঁদপুর উপজেলার নওদাগ্রামের তামিম হোসেন (১৫), তার বাবা মনিরুল ইসলাম (৪২), নায়ায়ণগঞ্জ এলাকার শাকিব হোসেন (২৫) ও তার স্ত্রী অরিন আক্তার (২১)।

এদের মধ্যে নসিমন চালক মনিরুল ইসলাম ও তার ছেলে তামিম ও মোটরসাইকেলের আরোহী শাকিব হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোরে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে মোটরসাইকেলে ৩ জন যাচ্ছিলেন। পথিমধ্যে ঈশ্বরবা বটতলা নামক স্থানে পৌঁছালে কোটচাঁদপুরগামী শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলে থাকা ৩ জন ও নসিমনের চালকসহ ২ জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোরে রেফার্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবিকে আইসিসি: ভারতে খেলতেই হবে, নাহলে পয়েন্ট হারাতে হবে!

ভারতে খেলতে অনিচ্ছা: বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

প্রথম ধাপের ভোটে ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেলো সেনা সমর্থিত দল

মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল

ব্যাংকের সব শাখায় নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

নির্বাচনের প্রস্তুতি দেখতে ঢাকায় আসছেন ইইউর প্রধান পর্যবেক্ষক