ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সকলের যৌথ প্রচেষ্টায় ভোক্তার অধিকার নিশ্চিত করতে হবে

সকলের যৌথ প্রচেষ্টায় ভোক্তার অধিকার নিশ্চিত করতে হবে: ভোক্তা-অধিকার মহাপরিচালক, ছবি: সংগৃহীত

রংপুর জেলা প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, সকলের যৌথ প্রচেষ্টায় ভোক্তার অধিকার নিশ্চিত করতে হবে। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। এরপরও সিন্ডিকেট ভাঙতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারে আইনশৃঙ্খলা ভঙকারী ব্যবসায়ীদের শুধু জরিমানা করলেই হবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাজারে কোনো পণ্যের মান, পরিমাণ, মূল্য বৃদ্ধি বা অন্য কোনো অনিয়ম দেখলে ভোক্তা-অধিকার বা প্রশাসনকে অবগত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের (কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ) ক্যাবের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ-বিষয়ক সেমিনারে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ঢাকা ক্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আসাদুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক (অঃদাঃ) আফসানা পারভীন, ঢাকা ক্যাবের সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির, রংপুর জেলা ক্যাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। রংপুর বিভাগীয় প্রশাসন ও কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন জেলার ক্যাবের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর