ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আমরা মরতে শিখে গিয়েছি : সার্জিস আলম

আমরা মরতে শিখে গিয়েছি : সার্জিস আলম, ছবি: সংগৃহীত

ষড়যন্ত্র করে গাড়ি চাপা দিয়ে হত্যাচেষ্টা করে লাভ নেই বরং এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। আমরা মরতে শিখে গিয়েছি। যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের গাড়িতে চাপা দেওয়ার প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন আরেক কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে এমন প্রতিক্রিয়া জানিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করেন তিনি। সার্জিস আলম বলেন, চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম। পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে এলাম। এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পেছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে! তিনি বলেন, এসব ষড়যন্ত্র করে আর কত? কয়জন হাসনাত মারবেন? মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা? একজনকে যখন বুলেটের আঘাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে! কিন্তু পিছু হটেনি। ঠিক একইভাবে এক হাসনাতকে মারলে হাজারো হাসনাত এখন দাঁড়িয়ে যেতে প্রস্তুত। এই নতুন বাংলাদেশের চলার পথকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখাবেন না। এই তরুণ প্রজন্ম মাথা নোয়াবার নয়। আমরা মরতে শিখে গিয়েছি।

আরও পড়ুন

এর আগে, গতকাল রাতেই হাসনাত আব্দুল্লাহ পোস্ট করেন, মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহিদেরা মরে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

কয়েকজন বিচারপতির বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে : সুপ্রিম কোর্ট

সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির মান

প্রতিপক্ষের জালে বার্সা’র গোল উৎসব

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত