ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

দায়িত্ববোধ থেকে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে : বগুড়া জেলা প্রশাসক 

দায়িত্ববোধ থেকে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে : বগুড়া জেলা প্রশাসক, ছবি : দৈনিক করতোয়া

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, মহাসড়কের পাশে কাঁচাবাজার স্থাপন সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে। নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য মহাসড়কের পাশ থেকে হাট-বাজার অন্যত্র সরাতে হবে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অটোরিকশা-ভ্যান বৃদ্ধি পাচ্ছে ফলে যানযট সৃষ্টি হচ্ছে। যানযট মুক্ত উপজেলা গড়তে বিকল্প রাস্তা বের করতে হবে।

তিনি বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ডসংলগ্ন কাঁচাবাজার অপসারণ ও সিও অফিস বাসস্ট্যান্ডসংলগ্ন যানজট নিরসনে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধিজনের বক্তব্যের জবাবে এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, সকল ক্ষেত্রে দায়িত্ববোধ থেকে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে। তবেই সকল সমস্যার সমাধানসহ দেশকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মাহমুদুন্নবীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক প্রমুখ।

পরে তিনি বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরিদর্শনসহ প্রতিষ্ঠান চত্বরে গার্লস কমফোর্ট জোন’র উদ্বোধন করেন। এছাড়াও তিনি দুপচাঁচিয়া থানা, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি

ম্যাচসেরা হয়ে বোলারদের প্রশংসা তাইজুলের

বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

কয়েকজন বিচারপতির বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে : সুপ্রিম কোর্ট

সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির মান