ভিডিও রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪, ০৬:০৫ বিকাল

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যুবদল নেতা আব্দুল আহাদের করা বিস্ফোরক আইনের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহুল হকের আদালত।

আজ বুধবার  (২৭ নভেম্বর) সকাল ১১টায় কড়া নিরাপত্তার মাধ্যমে প্রিজন ভ্যানে করে আব্দুস শহীদকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

সেখানে তাকে ২নং আমলি আদালতের বিচারকের আদালতে তোলা হয়।

এদিকে, রিমান্ড মঞ্জুরের পর আসামি এজলাস থেকে বের হয়ে প্রিজন ভ্যানে ওঠার আগে আদালত এলাকায় উপস্থিত উৎসুক জনতা ‘ভুয়া ভুয়া’ ও ‘চোর’সহ নানা স্লোগান দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী জানান, আসামির পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী জানান, আব্দুস শহীদের বয়স ও অসুস্থতা দেখিয়ে জামিন চাইলে আদালত আবেদন মঞ্জুর করেননি। আদালত এলাকায় কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুল আহাদ গত ২৪ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির এমপি প্রার্থী হাজি মুজিবুর রহমানের স্থানীয় ভোজপুর বাজারে নির্বাচনি পথসভায় ১নং আসামি সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের নির্দেশে হামলা করা হয়। ওই পথসভায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। মামলায় এজাহারভুক্ত ৫৫ জন ছাড়াও অজ্ঞাত আরও অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এর আগে আদালতে হাজিরার জন্য গত ২৪ নভেম্বর সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া জেলা প্রশাসকসহ দেশের বিভিন্ন জেলার ১৫ ডিসি রদবদল

সেই দুই শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের ছনপাতা বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালানকৃত ৬টি গবাদিপশু ও ৫০ কেজি বিড়ির মসলা জব্দ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সার ব্যবসায়ী নিহত

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার