ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪, ০২:৫৯ দুপুর

আবারও ব্যাটিং ব্যর্থতাকেই হারের কারণ বলছেন মিরাজ

আবারও ব্যাটিং ব্যর্থতাকেই হারের কারণ বলছেন মিরাজ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনে ১৩২ রানে অলআউট হয়ে যায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পেছনে ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

প্রথম ইনিংসে ভালো বোলিং না করলেও, দ্বিতীয় ইনিংসে টাইগারদের বোলিং ছিল দুর্দান্ত। বিশেষ করে বলতে গেলে তাসকিনের। তবে ব্যাটিংটা ভালো করতে পারেনি ব্যাটসম্যানরা। যার কারণেই ম্যাচটি হেরেছে বাংলাদেশ। এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক মিরাজ। ম্যাচ শেষে মিরাজ বলেন, ‘আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ছয় উইকেট পেলেও তাদের (ওয়েস্ট ইন্ডিজ) মধ্যে ভালো জুটি ছিল। ১৪০ রানের পার্টনারশিপই ছিল টার্নিং পয়েন্ট।’ হারে জন্য ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করে এই টাইগার অধিনায়ক বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করিনি। আমরা কিছু ভুল করেছি, কিন্তু এটা খেলার একটি অংশ। এমন ঘটনা ঘটে। পরের ম্যাচের আগে আমাদের শক্তিশালী হয়ে ফিরে আসার ভালো সুযোগ আছে। আমাদের উন্নতি করতে হবে এবং পরের ম্যাচের জন্য আরও ভালো হতে হবে।’

পরের ম্যাচে ব্যাটিংয়ে উন্নতি করার কথা উল্লেখ করে মিরাজ বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। আমাদের আক্রমণে ভালো পেসার আছে, তারা সত্যিই ভালো বোলিং করে। এই কন্ডিশনে আমাদের কিছু ভালো স্পিনারও আছে। এই টেস্টে আমরা দুই ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি। আমরা চেষ্টা করব কীভাবে পরের ম্যাচে ভালো করা যায়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির পেছনে আমি এক কো'টি টা'কা খরচ করেছি: নাসীরুদ্দীনকে মনোনয়ন প্রত্যাশী | Nasiruddin Patwary

ডেঙ্গু : একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮

ছুটিতে বন্ধ থাকবে ক্যান্টিনও: ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি তিন সিদ্ধান্ত

‘প্রশাসন দায় এড়ানোর জন‍্য ছুটি ঘোষণা করেছে’ | DU

বঙ্গোপসাগরে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে

মিস ইউনিভার্স বিতর্ক : ব্যবসায়িক স্বার্থে ফাতিমাকে জেতানোর অভিযোগ