ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুরে করতোয়ার ভাঙনের কবলে রনবীরবালা ফুলবাড়ী আঞ্চলিক সড়ক

বগুড়ার শেরপুরে করতোয়ার ভাঙনের কবলে রনবীরবালা ফুলবাড়ী আঞ্চলিক সড়ক, ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে করতোয়া নদীর ভাঙনের কবলে পড়েছে রনবীরবালা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কটি। ইতিমধ্যেই বেশকিছু ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়াও এই সড়কের ৮ থেকে ১০টি স্থানে ছোট ছোট ভাঙন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীরবালা হয়ে সবজির জন্য বিখ্যাত বাজার ফুলবাড়ীতে চলাচলের জন্য করতোয়া নদী ঘেঁষে এই রাস্তা। গাড়িদহ ইউনিয়নের দক্ষিণের ও খানপুর ইউনিয়নের উত্তরের ১০/১২ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন।

তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য ফুলবাড়ী বাজারে বিক্রির জন্য রাস্তাটি ব্যবহার করে থাকেন। এছাড়াও ভুট্টা, ধান পরিবহনের জন্য বড় বড় ট্রাক চলাচল করে এই রাস্তায়।

ফলে আঞ্চলিক সড়কটি বেশ গুরুত্বপূর্ণ এলাকাবাসীর জন্য। কিন্ত বেশকিছু দিন হলো ছোট ফুলবাড়ী গ্রামের মধ্যেবর্তী স্থানে ও উত্তর বাহিনী মহাশ্মশানের পূর্বপাড়ে রাস্তাটির কিছু অংশ করতোয়া নদীতে ভেঙে গেছে, যা চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

আরও পড়ুন

ছোট ফুলবাড়ী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম এই জানান, আমাদের অবস্থান শহর থেকে হাফ কিলোমিটার দূরে হলেও আমরা সব দিকে থেকেই অবহেলিত। আমাদের এই রাস্তা ভেঙে গেলে মহাবিপাকে পড়তে হবে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, রাস্তাটি আমাদের দপ্তর থেকে নির্মাণ করা হয়েছে। বৃষ্টির সময় হয়তো সেখান দিয়ে পানি গড়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। অল্প দিনের মধ্যেই পরিদর্শন করে সেটি মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে মেরামতের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রান গেলো শ্রমিকের

বড় দল হিসেবে বিএনপির স্যাক্রিফাইসটাও বেশি: তারেক রহমান

মারা গেছেন কোরিয়ান অভিনেত্রী লি সিও-ই

অপ্রাপ্তবয়স্ক শিশুরা কী আজান দিতে পারবে?

খাগড়াছড়িতে প্রশিক্ষণকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু