ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাগেরহাটে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:  খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে বাগেরহাটে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবরোধ করেন তারা। ৩০ মিনিট ধরে চলা অবরোধকালে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এ সময় বক্তব্য দেন—বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয়, শিক্ষার্থী মো. হাসিব বাবু, মো. সাকিল, হিমাসহ আরও অনেকে।

আরও পড়ুন

ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো—অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেওয়া।

বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয় বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের দাবি মানা না হলে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করবে। তাই ইন্টার্নশিপ বহালের দাবিতে আন্দোলনে নেমেছি আমরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১