ভিডিও সোমবার, ২১ জুলাই ২০২৫

চাঁদপুর সদরে বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ৯ আটক

চাঁদপুর সদরে বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ৯ আটক

নিউজ ডেস্ক:  চাঁদপুরের হাজীগঞ্জে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে হাজীগঞ্জ থানার একটি পুলিশ দল।

তবে আটকদের নাম পরিচয় প্রকাশ করেননি হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

থানা পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কিশোর গ্যাং, চুরি ও মাদকসহ অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার লক্ষ্যে সোমবার (১৮ নভেম্বর) হাজীগঞ্জ থানা পুলিশ মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম গঠন কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুন

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একজনের কাছে মাদক পাওয়া গেছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হবে। যদি অপরাধমূলক কাজের সঙ্গে তারা জড়িত থাকে বা তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত না থাকলে তাদের অভিভাবক ডেকে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, হাট-বাজারসহ পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর উঠতি বয়সের ছেলেদের দেখতে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চোর সন্দেহে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

দুই শিশুর পরিবারের সন্ধানে তমা মির্জার ফেসবুক পোস্ট

‘নিমিষে ঝরে গেছে অনেক তাজা প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন’

বিমান বিধ্বস্তে ডিএনসিসির জরুরি প্রস্তুতি, ছুটি বাতিল

বিচার ব্যবস্থার বাইরে গিয়ে মব জাস্টিস করা যাবে না - হোসনা আফরোজা

বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ২০, আহত ১৭১