ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক, প্রতীকী ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শ্রী সুজন চৌধুরী (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কুলানন্দপুর উত্তরপাড়া গ্রামের মাঝিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐ যুবকের স্ত্রী শ্রীমতি দুলালী রানীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬/৭ বছর পূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা শ্রীমতি দুলালী রানীর সাথে ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের হানছা লাল চৌধুরীর ছেলে সুজন চৌধুরীর সাথে বিয়ে হয়। রমেশ নামে সাড়ে ৪ বছর বয়সের তাদের একটি ছেলে সন্তান রয়েছে। প্রায় সময়ই দুলালী রানী মোবাইল ফোনে কথা বলতেন। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

ঘটনার দিন গত বুধবার দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে স্বামী স্ত্রী নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার ভোরে সুজন চৌধুরীর বাবা হানছা লাল চৌধুরী ঘুম থেকে উঠে বাড়ির আঙিনার পাশে বাঁশঝাড়ের নিচে তার পুত্রবধূকে অস্থির অবস্থায় দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করলে কোন উত্তর না পেয়ে তিনি ছেলের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছেলের লাশ দেখতে পায়।

আরও পড়ুন

এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শ্রী সুজন চৌধুরীর মরদেহ উদ্ধারসহ সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব সনেটের নিমন্ত্রণে মিমের হাত ধরে ‘বায়ো প্লাষ্টিক সার্জারি ক্লিনিক’র যাত্রা শুরু

কুমিল্লা সিটি করপোরেশনের ২৩টি নাগরিক সেবা ফি বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

মাংসের ঝাল ঝাল ভুনা খিচুড়ির রেসিপি

ঠাকুরগাঁওয়ে কবর খুঁড়ে কঙ্কাল চুরি, দু’জন গ্রেফতার

স্যুটকেসভর্তি বিরল কাঁকড়া, ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরোবরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু