ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

জয়পুরহাটে বীজের গুদামে আগুন

জয়পুরহাটে বীজের গুদামে আগুন, ছবি সংগৃহীত

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাট পৌর শহরের মুসলিমনগর এলাকায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এলাকার রায়হান বীজ ভান্ডারের গুদাম পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দুই ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাত প্রায় ১০টার দিকে গুদাম আগুনে জ¦লতে দেখে তারা গুদাম মালিক বেলাল শেখকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গুদাম মালিক বেলাল শেখ জানান, গুদামের ভিতরে বিভিন্ন ধরণের সবজির বীজ ছিল। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তিনি তা জানাতে পারেননি। তার ধারণা শত্রুতা করে তার গুদামে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ১০টা ৫ মিনিটে আমাদের সদস্যরা ঘটনাস্থলে আসেন। গুদামের ভিতরে বিভিন্ন ফসলের অনেক বীজ ছিল। দরজা একটা হওয়ায় ধোঁয়া বের হতে পারছিল না। গুদামে অগ্নিনির্বাপণের কোন ব্যবস্থাও ছিল না। এজন্য আগুন নেভাতে সময় লেগেছে। আগুনের উৎসর কথাও তিনি বলতে পারেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ