ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল

নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা, ছাত্রদের বাস ভাড়া অর্ধেক করার দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃবৃন্দ।

আজ শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু রোডে মশাল মিছিলটি বের হয়।

মিছিলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর, বিআরটিসি এসি বাস ভাড়া ৬০ টাকা ও বেসরকারি বাস ভাড়া ৬৫ টাকা এবং নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসের ভাড়া যৌক্তিক হারে কমানোর দাবি জানানো হয়। সেই সাথে মিছিলে নেতৃবৃন্দকে ‘বাসের ভাড়া না কমালে ১৭ তারিখ হরতাল’ স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুন

মিছিলের পূর্বে চাষাড়া শহীদ মিনারে সমাবেশ করেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের সদস্যরা।

এসময় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম‘র আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, মানুষের আন্দোলন-সংগ্রামে বিজয় এসেছে। কিন্তু এই মাফিয়াদের উৎখাত করা যায় নাই। গডফাদারদের চলে যাওয়া পর যারা আছেন, এরা নামধারী বাস মালিক। এরা চাঁদাবাজ, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্র্রয়োজন। প্রশাসন টালবাহানার মধ্য দিয়ে, কাল ক্ষেপন করে তারা আমাদের দাবিগুলো পাশ কাটিয়ে যাচ্ছে। আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলেছি, আগামী পনের তারিখের মধ্যে এই দাবি মানা না হয়, সতের তারিখ নারায়ণগঞ্জ শহরে মানুষ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করবে। আমাদের দাবি আদায় করেই আমরা মাঠ ছাড়বো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিনে থমথমে অবস্থা, যান চলাচল স্বাভাবিক 

এক মাস বাড়লো ঐকমত্য কমিশনের মেয়াদ

ফ্যাসিস্টদের আমরা আইনের আওতায় আনবো: রেজাউল করিম মল্লিক

বাংলাদেশের আজ বাঁচা-মরার লড়াই

কাতারে আর হামলা করবে না ইসরায়েল: ট্রাম্প