ভিডিও শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

যে কারণে পপি’ হয়ে গেলেন ববিতা

যে কারণে পপি’ হয়ে গেলেন ববিতা

অভি মঈনুদ্দীন : চিত্রনায়িকা ববিতা নামটি তার সিনেমা’য় আসার পর রাখা হয়। তার পারিবারিক ডাক নাম পপি। কিন্তু পপি থেকে কীভাবে তিনি ববিতা হলেন, এমন প্রশ্ন করলে ববিতা বলেন,‘ আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ফরিদা আক্তার ববিতা। ডাক নাম পপি নামটিও তারই দেয়া। আমার প্রথম সিনেমা ছিলো জহির রায়হান পরিচালিত ‘সংসার’। সেই সিনেমাতে আমি মাহমুদ সাজ্জাদের বিপরীতে অভিনয় করি। পরবর্তীতে আমাকে যখন শ্রদ্ধেয় নূরল হক ‘জ্বালতে সুরুজকে নীচে’ সিনেমাতে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হলো তখন সেই সময়ের প্রখ্যাত আলোকচিত্রগ্রাহক আফজাল চৌধুরী (কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন)  আমার নাম রাখেন ববিতা। এরপর থেকেই আমি ববিতা নামেই পরিচিত হতে থাকি। খুব সত্যি করে যতি বলি, পপি নামটি এখন আর আমাকে সেভাবে টানেনা। কারণ ববিতা নামটির সাথে অনেক সম্মান, অনেক প্রাপ্তি, অনেক আবেগ, ভালোবাসা জড়িয়ে আছে।’

ববিতা জানান ‘জ্বালতে সুরুজ কে নীচে’ সিনেমাটি সেই সময় মুক্তি পায়নি। অভিনয়ের বেশ কয়েকবছর পর সিনেমাটি মুক্তি পায়। তবে ‘জ্বালতে সুরুজ কে নীচে’র পরপরই নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে জহির রায়হানের সার্বিক তত্ত্বাবধানে ববিতা অভিনয় করেন ‘শেষ পর্যন্ত’ সিনেমায়। সিনেমাটি মুক্তি পায় ১৯৬৯ সালের ১৪ আগস্ট, বৃহস্পতিবার। সিনেমাটি সেই সময় চারিদিকে বেশ সাড়া ফেলে। নায়িকা হিসেবে ববিতা’র পথ সুগম হয়। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘শেষ পর্যন্ত’ সিনেমায় পাওয়া পারিশ্রমিক বারো হাজার টাকা দিয়ে তিনি জীবনের প্রথম গাড়ি কিনলেন। কিন্তু সেই গাড়িটি তিনি তার গর্ভধারিনী মাকে আর দেখাতে পারেননি। তার আগেই তার মা তাকে ছেড়ে পরপারে চলে যান।

আরও পড়ুন

ববিতা বর্তমানে কানাডাতে আছেন তার একমাত্র ছেলে অনিকের কাছে। গেলো আগস্ট মাসের শুরুতে তিনি কানাডা যান। তবে আবার কবে দেশে আসবেন সে বিষয়ে ববিতা আপতত আর কিছু জানাননি। ববিতাকে সর্বশেষ দর্শক নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখেছিলেন। এরপর গত এক দশকে তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। তবে ববিতার আগ্রহ আছে সিনেমাতে অভিনয় করার। হতে হবে তার একদম মনের মতো মৌলিক একটি গল্প। এছাড়া নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যত দ্রুত নির্বাচন তত দ্রুত দেশ স্থিতিশীল হবে: খন্দকার মোশাররফ

ক্যালিফোর্নিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্পের আঘাত

উত্তরের শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

না ফেরার দেশে ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

অস্কারে যাওয়া গান নিয়ে যা বললেন ইমন