ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জম্মু-কাশ্মীরের বিধানসভায় হাতাহাতিতে জড়ালেন এমপিরা

জম্মু-কাশ্মীরের বিধানসভায় হাতাহাতিতে জড়ালেন এমপিরা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ৩৭০ ধারা নিয়ে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে উত্তপ্ত হয়ে উঠল ভারত শাসিত জম্মু-কাশ্মীরের বিধানসভা। রীতি মতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের এমপিরা। দু’পক্ষকে থামাতে নিরাপত্তারক্ষী পর্যন্ত ডাকতে হয়েছে।

একটি পোস্টারকে কেন্দ্র করে বৃহস্পতিবার এই ঘটনার সূত্রপাত। সকালে বিধানসভার অধিবেশন শুরু হতেই বারামুলার এমপি ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ ধারা ৩৭০ বিলুপ্তির প্রতিবাদে একটি পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। এরপরেই বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে থাকেন। শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি, এরপর রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায়, যা থামাতে বিধানসভা চত্বরে প্রবেশ করতে বাধ্য হন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার পরেই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার আবদুল রহিম রাঠোর।

প্রসঙ্গত, ওই ব্যানারে দুটি দাবি লেখা ছিল। ৩৭০ ধারা পুনর্বহাল করতে হবে এবং রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে। সঙ্গে সঙ্গে খুরশিদ আহমেদ শেখের ওই ব্যানার প্রদর্শনে আপত্তি জানায় বিজেপি। কাশ্মীর বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মা ওই ব্যানারে প্রবল আপত্তি জানান। কিন্তু খুরশিদ আহমেদ ব্যানার সরাতে রাজি হননি। এরপরই দুই শিবিরের বিবাদ, হাতাহাতি শুরু হয়। ওয়েলে নেমে আসেন বিজেপি বিধায়করা। নেমে আসেন নির্দল এবং আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়করা। শেষে নিরাপত্তারক্ষীদের তলব করতে হয়। অধিবেশন মুলতুবি করে দিতে হয়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

গফরগাঁওের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকায় জামায়াতে ইসলামীর সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তে দলগুলো ৬টি উপায়ের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ

নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো: এরদোয়ান