ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আমোরিমের শেষ ম্যাচে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি

আমোরিমের শেষ ম্যাচে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে ঘরের মাঠে এটিই ছিল কোচ হিসেবে রুবেন আমোরিমের শেষ ম্যাচ। তবে বিদায়ী ম্যাচে শিষ্যদের কাছ থেকে দারুণ এক সংবর্ধনা পেলেন এই কোচ। বড় জয়ে ঘরের সমর্থকদের সামনে থেকে হাসিমুখে বিদায় নিলেন তিনি।

লিসবনে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের আঙিনা থেকে ম্যানচস্টার সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পোর্টিং লিসবন। এর ফলে সিটি’র চিরপ্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের ডাগ-আউটে বসার আগেই বৈরিতার আভাস দিয়ে রাখলেন আমোরিম। লিসবনের মাঠে অবশ্য শুরুতেই এগিয়ে যায় সিটি। ৪ মিনিটের মাথায় ফিল ফোডেনের গোলে লিড নেয় সিটিজেনরা। তবে এর পরের গল্পটা শুধুই স্বাগতিকদের। ৮ মিনিটেই সমতা ফেরাতে পারত লিসবন। ইয়োকেরেস গোলপোস্টের সামনে সহজ সুযোগ নস্ট করেছেন। লিসবকে ম্যাচে ফেরান এই ইয়োকেরেসই। ৩৮ মিনিটে কোয়েন্দার অ্যাসিস্টে বল পেয়ে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে ম্যাচে সমতা আনেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে সিটিকে পাত্তাই দেয়নি লিসবন। ৪৬ মিনিটে লিসবনকে লিড এনে দেন আরাউহো। গনকাভেসের পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি আরাহো। তিন মিনিট পড়ে লিড দ্বিগুণ করে লিসবন। পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পান ইয়োকেরেস। ৬৯ মিনিটে পেনাল্টি পেয়েছিল সিটি। তবে পেনাল্টি মিস করেন আরলিং হলান্ড। ৮০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলের অবিশ্বাস্য এক জয় নিশ্চিত করেন ইয়োকেরেস। পেনাল্টি থেকে নিজের তৃতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি। এরপর আর গোল না পাওয়ায় শেষ পর্যন্ত ৪-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্পখাতে জ্বালানি সংকট

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ-কয়লা তৈরির কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে