ভিডিও বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের নবাবগঞ্জে হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩৬ জন জেলহাজতে

দিনাজপুরের নবাবগঞ্জে হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩৬ জন জেলহাজতে

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর নবাবগঞ্জ উপজেলায় একটি হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩৬ জনকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। আজ সোমবার (৪ নভেম্বর) দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শামসুল আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গিয়াস উদ্দিন এই চাঞ্চল্যকর ৩ জনকে একসাথে হত্যা মামলায় আত্মসমর্পণ করা ৩৬ জন আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেছেন।

তিনি জানান, আত্মসমর্পণ করা আসামি ৩৬ জনকে আজ সোমবার (৪ নভেম্বর) বিকেলে ৫টায় কড়া পুলিশ পাহাড়ায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (৬০), উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন হোসেন (৩২), সাধারণ সম্পাদক রুবেল হোসেন (৩০),সাবেক জেলা পরিষদের সদস্য একরামুল ইসলাম (৫৫) ছাত্রনেতা জুয়েলে রানা (৩২), ছাত্রনেতা মাহবুব হোসেন (২৮), রবিউল ইসলাম (২৭), সৈকত হোসেন (২৬), বাবুল মিয়া (২৬), জাকির হোসেন (২৭), সরোয়ার আলম (৩০), জোবায়দুল হক (৩৫), শরিফুল ইসলাম (৪০), মামুনুর রশিদ (৩৮), ফারুক হোসেন (৪৫), নুর আলম (৪৮), বজলুর রহমান (৫০), ইউপি সদস্য হারুনুর রশিদ (৪৫) ও ইউপি সদস্য রেজাউল করিমসহ (৪২) মোট ৩৬ জন।

আরও পড়ুন

পুলিশের সূত্রটি জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে রবিউল ইসলাম নামের এক ব্যক্তি সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকসহ ৬৪ জন নাম উল্লেখ করে  নবাবগঞ্জ থানায় একসাথে ৩ জনকে খুনের অভিযোগে একটি হত্যা মামলা দায়ের  করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারে ইনসানিয়াত বিপ্লবের ১৮ প্রস্তাব

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্পখাতে জ্বালানি সংকট

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ