ভিডিও শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

পুরান আসবাব কেনার ক্ষেত্রে যেসব বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন

পুরান আসবাব কেনার ক্ষেত্রে যেসব বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন

লাইফস্টাইল : ব্যবহৃত বা পুরানো আসবাবপত্র কেনার সুবিধা হল কম দামে ভালো জিনিস পাওয়া যায়। তবে কিনতে গিয়ে অনেকেই সাধারণ কিছু ভুল করেন। ফলে অনেক সময় টাকাটা পানিতে যায়। তাই ‘সেকেন্ড হ্যান্ড’ আসবাবপত্র কিনতে যাওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন।
পরখ না করে কেনা যাবে না : ভালো মতো পরীক্ষা না করে পুরানো কোনো কিছু কেনা ঠিক হবে না। পুরান একটা কাচের পাত্র কিনে আনার পর দেখলে সেটাতে সুক্ষ্ম ফাঁটোল রয়েছে। তখন আর কিন্তু ফেরত দেওয়ার উপায় নেই। মান, ওজন, কোনো দাগ, উপাদান ও কত দিনের পুরানো এসব বিষয় ভালো মতো যাচাই বাছাই করে নিতে হবে।
সারাই করা যাবে না এমন জিনিস না কেনা কাঠের বা অন্যান্য উপাদানের জিনিসে সমস্যা থাকলে সারাই করা যায়। তবে কতখানি সারাই যোগ্য সেটা যাচাই করতে হবে। সারাই করাটা যদি বেশি খরচান্ত বা জটিল মনে হয় তবে সেটা কেনা থেকে দূরে থাকতে হবে। পুরানো আসবাব চকচকে করতে নতুন রং করাই যায়। তবে রং আর আসবাবের দাম মিলে যদি নতুনের মতো খরচ হয়, তবে কেনো পুরান জিনিস কিনবেন!
সত্যি পছন্দ হলে এড়িয়ে না যাওয়া: বেশি পছন্দ হওয়ার পরও কোনো জিনিস নিতে দ্বিধা বোধ করলে, দ্বিতীয়বার চিন্তা করার দরকার নেই। কিনে ফেলুন। কারণ পরে এসে কিনবো- এই ভেবে ফেরত আসলে দেখবেন পছন্দের জিনিসটা অন্য কেউ নিয়ে নিয়েছে। তখন আফসোস করতে হবে।
ছুটির দিনে না যাওয়া: সবার জন্য সম্ভব না হলে ছুটির দিনটা কেনাকাটা করাটা এড়ানো উচিৎ । কারণ ছুটির দিনে দোকানে এমনিতেই ভিড় বেশি হবে। জিনিসপত্রের যোগানেও ঘাটতি থাকবে। আর ক্রেতা বেশি হলে দামও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন দিনে পুরানা আসবাবপত্র কিনতে যান, যেদিন লোক সমাগম কম হবে।
অনলাইনে জনপ্রিয় জিনিস না কেনা: ফেইসবুক-সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ওয়েবসাইটে পুরানো জিনিস বিক্রি হয়। কোনো কিছু পছন্দ হলে সাথে সাথে সেটা না কিনে, বরং একই নামে ‘সার্চ’ করে দেখুন। একই রকম পণ্য বিভিন্ন দামে পেয়ে যেতে পারেন।
ভালো দাম এড়ানো: কোনো কিছুর দাম নাগালের মধ্যে মনে হলে, বা যুক্তিসঙ্গত দাম পাওয়া গেছে বলে সেটা কিনতে হবে এমন কোনো কথা নেই। বাসাতেই এমন অনেক জিনিস আছে, ভালো বা সাশ্রয়ী দামে পেয়েছি বলে কিনে এনেছি। তারপর থেকে পড়ে আছে, আর ঘরের জায়গা দখল করছে। মনে রাখতে হবে- প্রয়োজন ছাড়া শুধুমাত্র ভালো দামে পাওয়া যাচ্ছে বলে সেটা কেনারও দরকার নেই।
আরও কিছু বিষয় মাথায় রাখা: পুরান জিনিস, আসবাবপত্র পাওয়া যায় এমন অনেক জায়গা  রয়েছে। অনলাইনেও আছে। তাই এক জায়গায় না দেখে বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করতে হবে। আসবাবপত্র কেনার সময় অবশ্যই পকেটে মাপ দেওয়ার ফিতা নিয়ে যাওয়া উচিত। না হলে কেনার পর বাসায় এনে দেখা গেল জায়গা হয় না।
দোকান থেকে বাসার দূরত্ব, মালপত্র পরিবহনের খরচাও বিবেচনায় নিতে হবে।

 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় নিচে পড়ে শিশুর মৃত্যু

বিয়ে করলেন ‘বাজে স্বভাব’ গানের গায়ক রেহান রাসুল

দুই বছর পর দ্বৈত চরিত্র নিয়ে ফিরছেন আইরিন

আইভরি কোস্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

সাউফ আফ্রিকা দলের ব্যাটিং কোচের পদ ছাড়লেন দুমিনি