নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ ধরতে গিয়ে ব্যাংক কর্মকর্তাসহ ১৪ আটক
নিউজ ডেস্ক: নিষেধাজ্ঞার শেষ সময়ে চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানসহ ১৪ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। ১ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে চালানো অভিযানে তাকে আটক করা হয়।
আরও পড়ুননৌ পুলিশ সুপার সুপার জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি জেলে নৌকা থেকে সাত জনকে আটক করা হয়। ওই নৌকা থেকে কৃষি ব্যাংকের চাঁদপুর শাখার এজিএম কাইয়ুম খানকেও আটক করা হয়। এ ছাড়া প্রায় ১ লাখ মিটার অবৈধ জাল উদ্ধার এবং ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এই অভিযানে আটক ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হবে।
মন্তব্য করুন



_medium_1761402295.jpg)






