ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

রংপুরের পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ ও মেশিন গুড়িয়ে দিল প্রশাসন

রংপুরের পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ ও মেশিন গুড়িয়ে দিল প্রশাসন, ছবি সংগৃহীত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য স্থাপিত পাইপ ও ড্রেজার মেশিন গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হক সুমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীকে সাথে নিয়ে ঘাঘট নদীর ত্রিমোহনী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় ৪টি শ্যালো মেশিন ও প্রায় ৫-৬শ’ মিটার পাইপ গুড়িয়ে দেওয়া হয়। তবে বালু উত্তোলনকারীদের কাউকে পাওয়া যায়নি। এছাড়াও ওই নদীর পিয়ারপাড়া নামক স্থানে আরও একটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করে রাখা হলেও সরঞ্জামাদি পাওয়া যায়নি।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হক সুমন বলেন, অভিযোগের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেছেন। স্পটে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ও মেশিন ভেঙে গুড়িয়ে দেওয়াসহ কিছু মালমাল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে সড়কে মৃত্যু ৬৯৬, ক্ষতি ২৪৬৩ কোটি টাকা

এনআইডি সংশোধনে ৯ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি 

ম্যাক্সিকান ক্লাবকে হারিয়ে কোয়ার্টারে ডর্টমুন্ড

সাংবাদিকতা ও লেখালেখির জগতে ফিরতে চান প্রেস সচিব

সারাদেশে ইলিশের দাম নির্ধারণে সরকারি উদ্যোগ

মিরাজের নেতৃত্বের বাংলাদেশের স্কোয়াড নিয়ে যা জানা গেলো