ভিডিও

বগুড়ায় গানে গানে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’

প্রকাশিত: আগস্ট ০১, ২০২৪, ০১:১৯ দুপুর
আপডেট: আগস্ট ০২, ২০২৪, ১২:৩৪ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় গানে গানে ‘রিমেমবারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের উপশহরের বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির সামনে এই কর্মসূচি পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে নিহতদের স্মরণে দেয়াল লিখন কর্মসূচিও পালন করেন। সড়কে অবস্থানকালে শিক্ষার্থীরা বিভন্ন ধরনের স্লোগান দেন। পাশাপাশি বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে গানে গানে প্রতিবাদ জানান।

শিক্ষার্থীদের এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেলেও তাদের কোনো বাধা দিতে দেখা যায়নি। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশেই কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS