ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

কালকিনিতে ডোবায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কালকিনিতে ডোবায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার পুয়ালী এলাকা থেকে একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর।  
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পুয়ালী এলাকার একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত অর্ধগলিত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ওই অজ্ঞাত যুবককে দুই-তিনদিন আগে হত্যা করে রাতের আঁধারে ডোবার মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে হত্যাকারীরা।

আরও পড়ুন

স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার বলেন, যুবকের মরদেহ ডোবায় ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। আমাদের ধারণা, কারা যেন যুবককে রাতের আঁধারে হত্যা করে ওই ডোবার মধ্যে ফেলে গেছে। মরদেহটি স্থানীয় কোনো যুবকের নয়।

কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই মৃত যুবকের পরিচয় মেলেনি। মরদেহ অর্ধগলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আশা করছি, দ্রুত নিহত যুবকের পরিচয় শনাক্তসহ অপরাধীদের চিহ্নিত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

রিকশা চালিয়ে ঢাকা ছাড়লেন জার্মান রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই খুন, জনতার হাতে শ্যালক আটক

বগুড়ার শিবগঞ্জে অপহৃতা কুলসুম গত ৫ মাসেও উদ্ধার হয়নি

বগুড়ার শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার