নিউজ ডেস্ক: মাদারীপুর জেলার কালকিনি পৌর এলাকার পুয়ালী এলাকা থেকে একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, নিহত যুবকের আনুমানিক বয়স ৪০ বছর।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের পুয়ালী এলাকার একটি ডোবার মধ্যে লুঙ্গি পরিহিত অর্ধগলিত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ওই অজ্ঞাত যুবককে দুই-তিনদিন আগে হত্যা করে রাতের আঁধারে ডোবার মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে হত্যাকারীরা।
স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার বলেন, যুবকের মরদেহ ডোবায় ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। আমাদের ধারণা, কারা যেন যুবককে রাতের আঁধারে হত্যা করে ওই ডোবার মধ্যে ফেলে গেছে। মরদেহটি স্থানীয় কোনো যুবকের নয়।
কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই মৃত যুবকের পরিচয় মেলেনি। মরদেহ অর্ধগলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। আশা করছি, দ্রুত নিহত যুবকের পরিচয় শনাক্তসহ অপরাধীদের চিহ্নিত করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।