ভিডিও বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

রংপুরের হেড কোচের দায়িত্বে মিকি আর্থার

রংপুরের হেড কোচের দায়িত্বে মিকি আর্থার, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মিকি আর্থারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রংপুর রাইডার্স। একই ফ্র্যাঞ্চাইজি’র হয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দায়িত্ব পালন করেই রংপুরের দায়িত্ব বুঝে নেবেন তিনি। গ্লোবাল সুপার লিগ শুরু হবে ২৬ নভেম্বর।  তিনি বিপিএলে রংপুরের দায়িত্বও পালন করবেন এই মৌসুম থেকে।

সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার হয়ে দায়িত্ব পালন করেছেন আর্থার। বর্তমানে তিনি ডার্বিশায়ারের ডিরেক্টর অব ক্রিকেট। তারও আগে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তানের হেড কোচের দায়িত্ব পালন করেন। রংপুর বিবৃতিতে জানিয়েছে, ‘আমার জিএসএল ও বিপিএল’র জন্য মিকি আর্থারকে চুক্তিবদ্ধ করেছি।  চুক্তিটা এক বছরের। এই বছর তিনি জিএসএল ও বিপিএল’র জন্যই আমাদের হয়ে দায়িত্ব পালন করবেন।  আমাদের দলে তার অন্তর্ভুক্তিটা নিঃসন্দেহে দারুণ কিছু। স্থানীয় খেলোয়ড়রা তার আসার খবরে ভীষণ রোমাঞ্চিত।’বিপিএলে অতীতেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন আর্থার। তিনি পূর্বে ঢাকা ডায়নামাইটসের হয়ে ২০১৫ সালে কোচিং করিয়েছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারে ইনসানিয়াত বিপ্লবের ১৮ প্রস্তাব

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্পখাতে জ্বালানি সংকট

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ