ভিডিও মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

মেসি নাকি রোনালদো, পেনাল্টি ছাড়া গোল বেশি কার?

মেসি নাকি রোনালদো, পেনাল্টি ছাড়া গোল বেশি কার?, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, এক কথায় বলতে গেলে ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলার এই দু’জন। মাঠের খেলায় একে অপরের প্রতিদ্বন্দ্বী। বছরের পর বছর রেকর্ড ভেঙেছেন, গড়েছেন। কখনও এগিয়ে থাকেন মেসি, আবারও কখনও রোনালদো। গত প্রায় দেড়যুগ ধরে চলছে এভাবেই।

মেসি-রোনালদোকে নিয়ে তর্কটা নতুন কিছু নয়। তারা দু’জনেই ফুটবলে নিজেদের গোধূলিবেলা পার করছেন। কিন্তু শেষটাতে এসেও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইটা অব্যাহত রেখেছেন। এগিয়ে যাওয়ার পথে বয়স কিংবা চোট, কোনোটিই আটকাতে পারেনি এই দুই ফুটবলারকে। ক্যারিয়ারে মেসির থেকে বেশি গোল করেছেন রোনালদো। তবে এক দিক থেকে রোনালদোকে পেছনে ফেলেছেন এলএমটেন। নিউ ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে পর্তুগিজ এই সুপারস্টারকে ছাড়িয়ে গেছেন লিও। 

নিজের ক্যারিয়ারে ১২৪৫ ম্যাচে রোনালদো গোল করেছেন ৯০৭টি। যেখানে পেনাল্টি থেকে গোল করেছেন ১৬৮টি। অর্থাৎ পেনাল্টি ছাড়া ক্রিস্টিয়ানো গোল করেছেন ৭৩৯টি। অন্যদিকে ১০৭৮ ম্যাচ খেলে লিওনলে মেসি গোল করেছেন ৮৪৯টি। তার মধ্যে পেনাল্টি থেকে লিও গোল করেছেন ১০৯টি। অর্থাৎ পেনাল্টি ছাড়া মেসির গোলসংখ্যা ৭৪০টি। রোববার (২০ অক্টোবর) ম্যাচের আগে মেসির পেনাল্টি ছাড়া গোল ছিল ৭৩৭টি। তবে মায়ামির ৬-২ গোলের জয়ে ১০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে রোনালদোকে পেছনে ফেলেন আর্জেন্টাইন এই কিংবদন্তী, যা তাকে পেনাল্টি ছাড়া গোল করা খেলোয়াড়দের মধ্যে সবার উপরে তুলে দিয়েছে। 

আরও পড়ুন

দলবদল বিশেষজ্ঞ ও ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো মেসির পেনাল্টিবিহীন গোলের রেকর্ডটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লিওনেল মেসি ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি নন-পেনাল্টি গোল করেছেন, ৭৩০টি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে ২ হাজার ৮৭০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধার

খাদ্যে ভেজাল

বগুড়ার কাহালুতে সন্ত্রাসী হামলায় নারীসহ ১২ জন আহত, ছয়জন আটক

দিনাজপুরের নবাবগঞ্জে হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৩৬ জন জেলহাজতে

বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

বগুড়ার সোনাতলার কৃষক ডলার অন্যদের কাছে অনুকরণীয়