ভিডিও মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

মেসি নাকি রোনালদো, পেনাল্টি ছাড়া গোল বেশি কার?

মেসি নাকি রোনালদো, পেনাল্টি ছাড়া গোল বেশি কার?, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো, এক কথায় বলতে গেলে ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলার এই দু’জন। মাঠের খেলায় একে অপরের প্রতিদ্বন্দ্বী। বছরের পর বছর রেকর্ড ভেঙেছেন, গড়েছেন। কখনও এগিয়ে থাকেন মেসি, আবারও কখনও রোনালদো। গত প্রায় দেড়যুগ ধরে চলছে এভাবেই।

মেসি-রোনালদোকে নিয়ে তর্কটা নতুন কিছু নয়। তারা দু’জনেই ফুটবলে নিজেদের গোধূলিবেলা পার করছেন। কিন্তু শেষটাতে এসেও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইটা অব্যাহত রেখেছেন। এগিয়ে যাওয়ার পথে বয়স কিংবা চোট, কোনোটিই আটকাতে পারেনি এই দুই ফুটবলারকে। ক্যারিয়ারে মেসির থেকে বেশি গোল করেছেন রোনালদো। তবে এক দিক থেকে রোনালদোকে পেছনে ফেলেছেন এলএমটেন। নিউ ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে পর্তুগিজ এই সুপারস্টারকে ছাড়িয়ে গেছেন লিও। 

নিজের ক্যারিয়ারে ১২৪৫ ম্যাচে রোনালদো গোল করেছেন ৯০৭টি। যেখানে পেনাল্টি থেকে গোল করেছেন ১৬৮টি। অর্থাৎ পেনাল্টি ছাড়া ক্রিস্টিয়ানো গোল করেছেন ৭৩৯টি। অন্যদিকে ১০৭৮ ম্যাচ খেলে লিওনলে মেসি গোল করেছেন ৮৪৯টি। তার মধ্যে পেনাল্টি থেকে লিও গোল করেছেন ১০৯টি। অর্থাৎ পেনাল্টি ছাড়া মেসির গোলসংখ্যা ৭৪০টি। রোববার (২০ অক্টোবর) ম্যাচের আগে মেসির পেনাল্টি ছাড়া গোল ছিল ৭৩৭টি। তবে মায়ামির ৬-২ গোলের জয়ে ১০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে রোনালদোকে পেছনে ফেলেন আর্জেন্টাইন এই কিংবদন্তী, যা তাকে পেনাল্টি ছাড়া গোল করা খেলোয়াড়দের মধ্যে সবার উপরে তুলে দিয়েছে। 

আরও পড়ুন

দলবদল বিশেষজ্ঞ ও ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো মেসির পেনাল্টিবিহীন গোলের রেকর্ডটি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘লিওনেল মেসি ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি নন-পেনাল্টি গোল করেছেন, ৭৩০টি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিভাইসে ট্রান্সফরমার ও খাঁচাবন্দি মিটার, তবুও থামছে না চুরি

কুড়িগ্রামের উলিপুরে বখাটের দায়ের কোপে হাসপাতালে কাতরাচ্ছে স্কুল শিক্ষার্থী

বগুড়ার সারিয়াকান্দিতে বিদ্যুৎ শক দিয়ে মাছ ধরার যন্ত্রপাতিসহ চায়না দুয়ারি জাল জব্দ

বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে স্পেন-ফ্রান্স-পর্তুগাল

গাইবান্ধার সাঘাটায় খামারে অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে মারা গেছে 

আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ