ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

জিনগত দুর্বলতাই বাংলাদেশে ক্রিড়া ক্ষেত্রে অন্তরায়; পোথাস

জিনগত দুর্বলতাই বাংলাদেশে ক্রিড়া ক্ষেত্রে অন্তরায়; পোথাস

স্পোর্টস ডেস্ক:  সফরে ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে এখন পর্যন্ত একটি জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অথচ কিছুদিন আগেও পাকিস্তানকে তাদের মাটিতে প্রথমবারের মতো হারায়, জেতে ঐতিহাসিক সিরিজ। ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির আগে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।

তিনি বাংলাদেশের ব্যর্থতার পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছেন। তার কথায় উঠে এসেছে দুই দলের শারীরিক শক্তির পার্থক্যও। 

তিনি বলেন, 'আমার মনে হয় আমরা দ্রুত ভুলে যাচ্ছি। পাকিস্তান থেকে মাত্রই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আসলাম, যেটা আগে আমরা কখনওই করে দেখাতে পারিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটে খেলেছে যেটা আগে ঘটেনি কখনও। নিউজিল্যান্ড সফর থেকে আমরা এসেছি সেখানে ১টি করে ম্যাচ জিতে এসেছি যেটাও আগে কখনও ঘটেনি।'

বাংলাদেশ দলের সহকারী কোচ বলেন, 'আমরা গতদিন কী ঘটেছে এবং আজকে কী ঘটেছে তা দেখার ব্যাপারে অনেক পারদর্শী কিন্তু গত ১২ মাসে কী ঘটেছে তা মনে করতে পারছি না। গত ১২ মাসে অনেক উন্নতি হয়েছে। এখানে কোনো ম্যাজিক বুলেট নেই। আমরা যা দেখতে পারছি তা হচ্ছে এখানে গত ১২ মাসে অনেক উন্নতি হয়েছে। ফলে সেটা মেনে নিন এবং কৃতিত্ব দিন যেখানে তার কমতি আছে।'

তার মতে ভারতের টি-টোয়েন্টি দলের বেশিরভাগ ক্রিকেটারই উঠেছেন আইপিএল থেকে। তাদের ছক্কা মারার হাতও বেশ ভালো। এক্ষেত্রে দুই দলের ক্রিকেটারদের ওজনের পার্থক্যটাকেই বড় করে দেখছেন বাংলাদেশের এই কোচ।

আরও পড়ুন

পোথাস বলেন, একজন যদি ৯৫-১০০ কেজি ওজনের হয় আর আরেকজন যদি হয় ৬৫ কেজি, তাহলে একজন তো বেশি দূরে বল পাঠাবেই। অবশ্যই এখানে টাইমিং আছে, টেকনিক আছে, সব আছে। আমরা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছি।’

বাংলাদেশের নিজেদের শক্তির জায়গায় বাংলাদেশ উন্নতি করলেও শারীরিক দক্ষতায় অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে সেটা স্বীকার করে নিয়েছেন এই টাইগার কোচ।

তিনি বলেন, ‘আইপিএলের দিকেও তাকাতে হবে। আইপিএল দুনিয়ার সেরা টুর্নামেন্ট। প্লেয়ারদের কোয়ালিটি মিলিয়ে দারুণ টুর্নামেন্ট। আইপিএল খেলোয়াড়দের তৈরি করে দেয় আন্তর্জাতিক মঞ্চের জন্য। ফলে এখানে আপনি পুরো ভিন্ন দুটি জিনিসের তুলনা করছেন যে ভারতের কটি ছক্কা এবং আমাদের কটি ছক্কা। এটা অনেকটা এমন হয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজ কটি ছক্কা মেরেছে আর আমরা কটি। তারা অনেক শক্তিশালী ক্রিকেটার। আমরা স্ট্রেংথ এবং কন্ডিশনিংয়ের দিকে উন্নতি করছি। কিন্তু জেনেটিকস নিয়ে তো আর লড়াই করতে পারবেন না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে মার্কিন যুবককে পিটিয়ে হত্যা করল ইসরাইলিরা

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত

মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিসাসই এসব কসাইয়ের সমাধান: আহমাদুল্লাহ 

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বিমানে বোমা