ধামরাইয়ে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু
নিউজ ডেস্ক: ধামরাইয়ে অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।
তারা হলেন, সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চা দোকানি বাবু (৩৪) ও সুনামগঞ্জের মধ্যনগর থানার মহনপুর গ্রামের বাসিন্দা হাসেম আলী (৫৫)।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বরদাইল এলাকায় গিয়ে তারা মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে বাবুর মৃত্যু হয়। হাসেম মিয়াকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুনসাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, হাসেম মিয়া নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত মদ্যপান করেছেন বলেপরিবারের সদস্যরা আমাদের জানান। তবে মদ্যপানের কোনো নমুনা দেখা যায়নি। তিনি বমি ও পাতলা পায়খানা নিয়ে এসেছিলেন।
মন্তব্য করুন







_medium_1749041487.jpg)
_medium_1744897982.jpg)

