ভিডিও মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

সেনা হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; এ পর্যন্ত ৯

সেনা হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; এ পর্যন্ত ৯

নিউজ ডেস্ক:  কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৯-এ দাঁড়িয়েছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন, চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮), ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই চাঞ্চল্য ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাছির উদ্দিনসহ হত্যাকাণ্ডে জড়িত তার সহযোগী ডাকাত এনামকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।  

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এরআগে গত বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে চকরিয়া থানার ফাঁসিয়াখালী থেকে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলার আসামি মো. সাদেককে (৪১) গ্রেপ্তার করে যৌথ বাহিনী। মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি ছিলেন সাদেক। এছাড়া গত ২৫ সেপ্টেম্বর কক্সবাজারে চিরুনি অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তাঁরা হলেন বাবুল প্রকাশ (৪৪), হেলাল উদ্দিন (৩৪), আনোয়ার হাকিম (২৮), আরিফ উল্লাহ (২৫), জিয়াবুল করিম (৪৫) ও হোসেন (৩৯)। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর রাতে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে সংঘবদ্ধ ডাকাতদলের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার

বগুড়া কারাগারে হাজতি আ’লীগ নেতার মৃত্যু

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি : রিজভী

সাভারে নার্সারি থেকে অজ্ঞাত তরুণীর ৪ খণ্ডিত মরদেহ উদ্ধার

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ৭ জন গুরুতর আহত 

ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধ, ১১ বিদ্রোহী নিহত