ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে নিহত ১

হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে নিহত ১

ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মালোত শহরে হিজবুল্লাহর এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী ও জরুরি সেবা সংস্থা রকেট হামলায় প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছে।

হিজবুল্লাহর হামলার সময় মালোত শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। হামলার পর ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান অ্যাডাম ডেভিডের এক বিবৃতিতে বলা হয়, ‌‌‘‘আমরা একজন সংজ্ঞাহীন পুরুষকে পেয়েছি; যার কোনও হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস ছিল না। তার শরীরে গুরুতর জখম ছিল। পরে আমরা তাকে মৃত ঘোষণা করেছি।’’

ইসরায়েলি সামরিক বাহিনীর পৃথক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সকালের দিকে লেবানন থেকে প্রায় ৫০টি রকেট ছোড়া হয়েছে। পশ্চিম গ্যালিলি অঞ্চলের আকাশে এসব রকেটের অবস্থান শনাক্ত করা হয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার মাঝেই হিজবুল্লাহর যোদ্ধারা এসব রকেট নিক্ষেপ করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে আকাশ ও স্থলপথে হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। হিজবুল্লাহর বিরুদ্ধে শুরু করা ইসরায়েলি এই হামলায় লেবাননে এখন পর্যন্ত এক হাজার ৭০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হয়। এর কয়েক দিন পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ।

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতেও হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জনের প্রাণহানি ঘটেছে।

লেবাননের সাথে ইসরায়েলি বাহিনীর সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অন্তত ৩৭ সৈন্য নিহত হয়েছেন। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর স্থল অভিযান শুরু হয় গত ৩০ সেপ্টেম্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চবির ৯ শিক্ষার্থী

শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী, ছয় মাসের মধ্যে দিতে হবে নির্বাচন

নিহত সাংবাদিক শিবলীর পরিবারের পাশে সাদিক-ফরহাদ

বনসাইয়ের সৌন্দর্যে মুগ্ধ রাজশাহীর প্রকৃতিপ্রেমীরা

শরীরের ৯ লক্ষণে বুঝবেন অতিরিক্ত চিনি খাচ্ছেন কিনা

বিদেশে মৃত্যুর তিন মাস পর যুবকের লাশ পেলেন স্বজনরা