ভিডিও বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:২৫ রাত

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুনের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুনের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে খুনের ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার সকালে র‌্যাব-৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃত দুজন হলো রাজশাহী নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার বিশাল (২৫) ও নাহিদ (২৫)। ওই মামলায় বিশাল ২ ও নাহিদ ৬ নম্বর আসামি। এর আগে ১৮ এপ্রিল রাতে নওগাঁ সদর উপজেলা থেকে মামলার প্রধান আসামি নান্টু (২৮) এবং তাঁর সহযোগী ও মামলার ৩ নম্বর আসামি খোকন মিয়াকে (২৮) গ্রেফতার করা হয়। একই দিন বিকেলে রুমেল (২৫) নামের আরেক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় শুক্রবার সকাল পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে ১৬ এপ্রিল মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলী (৪৫) ও ভাই ইমাম হাসানকে মারধর করা হয়। আহত অবস্থায় আকরামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতেই তাঁর মৃত্যু হয়। তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। তার মেয়ে রাফিয়া আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। বাবার লাশ রেখে পরদিন সকালে সে পরীক্ষায় বসে।

এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে হাসান ইমাম পরদিন ২৭ এপ্রিল দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি আসামি নান্টু তার স্ত্রীকে মারধর করেন। ওই নারী আকরাম আলীর স্ত্রীর আত্মীয়। মারধরের প্রতিবাদ করেছিলেন আকরামের  স্ত্রী। এতে ক্ষিপ্ত হন নান্টু।

আরও পড়ুন

তিনি আকরামের মেয়ে ও ছেলের ক্ষতি করার হুমকি দেন। এর পর থেকে নান্টু বখাটেদের দিয়ে আকরাম আলীর মেয়ে রাকিয়াকে উত্ত্যক্ত করাতেন। এক পর্যায়ে নান্টু নিজেই রাফিয়াকে গালিগালাজ করেন। আকরাম এ বিষয়ে নান্টুর মা-বাবার কাছে নালিশ করেন।

১৬ এপ্রিল রাত ১০টার দিকে নান্টু ও তাঁর সহযোগীরা নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় আকরাম ও তার ছেলে হাসান ইমামের ওপর হামলা করেন। এ সময় ইটের আঘাতে গুরুতর জখম হন আকরাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানীর দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ

ক্ষুদ্রঋণ গ্রহীতাই হবেন ব্যাংকের মালিক, নতুন অধ্যাদেশ জারি

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সহিংসতা ও সংঘর্ষের কারণে দেশের মানুষ উৎকন্ঠায় : রংপুরে জিএম কাদের

নির্বাচনি পোস্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনায় নিষিদ্ধ জালে মাছ শিকার, ব্যবস্থা নেওয়ার দাবি জেলেদের

কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ অনুমোদন