ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : ক্ষেতলালে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার অভিযোগ ওঠেছে প্রতিবেশী রমজান আলীসহ চারজনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়তারা ইউনিয়নের নওটিকা গ্রামে সোহেল মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল মিয়া থানায় অভিযোগ করেছেন।

সোহেল মিয়া বলেন, প্রায় ২ বিঘা জায়গার উপর পুকুর খনন করে মিশ্র মাছ চাষ করছি। এতে আমার প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে। চাষকৃত মাছগুলো বিক্রির উপযোগী হয়েছে। এরইমধ্যে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী রমজান আলীসহ চারজন মিলে আমার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে রমজান আলী রিপনসহ চারজন মিলে ওই পুকুরের পাড়ে বসেছিল। তাদেরকে বসে থাকা দেখে সোহেল বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠে তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন।

আরও পড়ুন

অভিযুক্ত রোমজান আলী বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের পরিবারের সাথে সোহেলের পরিবারের পারিবারিক দ্বন্দ্ব কলহ আছে। তাই বলে কি মাছ ফেরে ফেলতে হবে? তার এমন মিথ্যা অভিযোগ মানিনা। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপেন্দ্র সিংহ বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা  নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার