ভিডিও মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:৩৬ দুপুর

চুয়াডাঙ্গায় চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

মৃত পুলিশ সদস্য শামীম

চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে চেকপোস্ট সংলগ্ন পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত পুলিশ সদস্য শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর বাসিন্দা। তিনি ওই গ্রামের হাশেম আলীর ছেলে।

পুলিশ ও সহকর্মীরা জানান, শামীম হোসেন যোগদানের পর থেকেই গত ৬ মাস ধরে নতুন ইমিগ্রেশন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বাস করছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় কয়েকজন সহকর্মী খোঁজ নিতে গেলে শামীম হোসেনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস জানান, শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ জেতার স্বপ্ন ভঙ্গ ব্রাজিলের

মৃত ভেবে কফিনে, চার ঘণ্টা পর প্রমাণ হল জীবিত

লটারিতে চূড়ান্ত হলো ৬৪ জেলার পুলিশ সুপার

ভূমিকম্পের মাত্রা ৬.৯ হলে ঢাকায় কত প্রাণহানি হতে পারে, জানাল রাজউক

বাংলাদেশের মানুষের জন্য দোয়া চাইলেন সাকিব

লালমনিরহাট সীমান্তে ভারতীয় কাঁটাতারের বেড়া কাটার সময় চোরাকারবারি আটক