ভিডিও শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৫, ০৭:০১ বিকাল

বগুড়ার শেরপুরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়ার শেরপুরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে তিথি দত্ত (২০) নামের এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার কোলা নয়াবাড়ী এলাকার উত্তম কুমার দত্তের মেয়ে।

গতকাল শুক্রবার সকালে পৌরশহরের কর্মকারপাড়ার সরকার প্যালেসে ওই শিক্ষার্থীর শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। থানা ও পারিবারিক সুত্রে জানা যায়, উত্তম কুমার দত্ত এনজিও ব্র্যাকের ম্যানেজার হিসেবে উপজেলার মির্জাপুর শাখায় কর্মরত থাকার সুবাধে পরিবারসহ কর্মকারপাড়া (সরকার প্যালেস) ভাড়া থাকতেন। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে।

ছোট মেয়ে তিথি দত্ত বাবা মায়ের কাছে থাকে। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ২টার দিকে তিথির মা রুপালী দত্ত প্রকৃতির ডাকে সারা দিতে যাওয়ার সময় তার রুমে লাইট জ্বলছে দেখে ডাক দেয়। এতে মেয়ের কোন সাড়া না পেয়ে রুমের বারান্দায় গিয়ে দেখেন বারান্দার ভীমের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে।

আরও পড়ুন

এ সময় চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তিথি গত ১ মার্চ  সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ গ্রহন করেছিল।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেকের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার শক্তিশালী ও বিপজ্জনক মাদক ‘এমডিএমবি’ জব্দ

মধ্যরাতে মগবাজারে ককটেল বিস্ফোরণ

‘সচিবালয় ভাতা’ আন্দোলন থেকে ১১ জনকে আটক

মৌচাকে মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

১৫ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতের নির্দেশ