ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

বগুড়ার কাহালুতে

মজলিসে আলুঘাটি কমবেশি দেয়া নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

মজলিসে আলুঘাটি কমবেশি দেয়া নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালুতে মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে মজলিস অনুষ্ঠানে খাওয়ার সময় তরকারি কমবেশি দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মধ্যে হাতা হাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা উপজেলার নারহট্ট ইউনিয়নের মাধববাঁকা ও হাটগাড়ী গ্রামের মাঝ খানের মাঠে।  জানা গেছে হাটগাড়ী গ্রামের মো.নুরু মিয়া তার বাবা বুলু মিয়ার রুহের মাগফেরাত উপলক্ষে ওই মাঠে প্রায় ৩ হাজার মানুষের খাবার অনুষ্ঠানের আয়োজন করে। খাওয়া শুরুতে আলুঘাটি কমবেশি দেয়া নিয়ে প্রথমে মাধববাঁকা গ্রামের লোকজনের সাথে তরকারি বন্টনকারীদের তর্কবিতর্ক শুরু হয়। এ সময় বিষয়টি নিয়ে মাধববাঁকা ও হাটগাড়ী মানুষের মাঝে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে খাওয়া বাদ দিয়ে মাঠের মধ্যে দু’গ্রামের মানুষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি ও ঢিল ছোড়াছুড়ির ঘটনা। পরে এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরিস্থিতি শান্ত হবার পর মজলিশ খাওয়া যথারীতি শেষ হয়েছে বলে স্থানীয় লোকজন জানান।

আরও পড়ুন

এদিকে ঘটনার সংবাদ পেয়ে সাথে ফোর্স নিয়ে কাহালু থানার এস.আই মোহাম্মদ আলী ঘটনাস্থলে পৌছেন। এস.আই মোহাম্মদ আলী বলেন হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া ও ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি। তবে এটি একটি অনাকাংখিত ঘটনা বলে উল্লেখ করেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংসের কোরমা রাঁধবেন যেভাবে

চীন ও বাংলাদেশ সম্পর্ক আরো গভীর করবে

বগুড়ার ধুনটে ডিবি’র ছয় পুলিশ রিমান্ডে

প্রতিদিন গড়ে ৩০ শিশু হত্যা করছে ইসরায়েলি বাহিনী

পর্যটকবাহী সাবমেরিন বিস্ফোরিত হয়ে ছয়জনের মৃত্যু

মহাস্থান জাদুঘরের নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ