ভিডিও সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৪:১৬ দুপুর

১৫ বছর পর বাংলা সিনেমায় রাভিনা!

১৫ বছর পর বাংলা সিনেমায় রাভিনা!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : নব্বই দশকের অন্যতম সুপারহিট নায়িকা রাভিনা ট্যান্ডন। মাঝে বেশ লম্বা একটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। এরপর বিরতি কাটিয়ে ফের নিয়মিত হন এই অভিনেত্রী।

 শোনা যাচ্ছে, দীর্ঘদিন পর বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রাভিনা। ইতিমধ্যে নির্মাতার প্রস্তাবে নাকি প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী। যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে প্রায় ১৫ বছর পর বাংলা সিনেমায় দেখা যাবে রাভিনাকে। এই মুহূর্তে ‘বানসারা’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম। পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর নিয়ে নির্মিত হবে সিনেমাটি। তার মধ্যে রয়েছে কিছু অতিলৌকিক ঘটনা। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। সূত্রের খবর, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য রাভিনা ট্যান্ডনকে প্রস্তাব দিয়েছেন নির্মাতা। চরিত্রটি একজন ক্ষুরধার রাজনীতিকের। শোনা যাচ্ছে, ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন। 

বিষয়টির সত্যতা স্বীকার করে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে। ছবিটা খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাভিনার কথা ভেবেছি।’ এরপর তিনি জানান, রাভিনার সঙ্গে তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। ভিডিও কলে এই ছবি নিয়ে দু’পক্ষের আলোচনাও হয়েছে। আতিউলের কথায়, ‘চিত্রনাট্য উনার পছন্দ হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি রাজি হলে, কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন।’

আরও পড়ুন

এর আগে সর্বশেষ ২০১০ সালে মুক্তি পাওয়া রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমাতে দেখা গিয়েছিল রাভিনা ট্যান্ডনকে। নতুন এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমাতে প্রত্যাবর্তন করতে পারেন অভিনেত্রী। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় আসছে মেলানিয়া ট্রাম্পের অজানা জীবনের গল্প 

হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে এখনই সব বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

 নৌশক্তি বাড়ানোর ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের

রংপুরের কাউনিয়ায় প্রাইভেটকার ও অটোরিকশার ধাক্কায় নিহত ২

হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে : আইন উপদেষ্টা

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ-সম্পাদক জিহাদ কাজী