ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৪০ দুপুর

কংগ্রেস ভবনে অভিষেক হবে ট্রাম্পের

কংগ্রেস ভবনে অভিষেক হবে ট্রাম্পের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সোমবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানটি দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার ট্রাম্প নিজেই জানান, ঠান্ডা আবহাওয়ার জন্য অনুষ্ঠান কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায়, তা বাইরে করা অনিরাপদ হবে। এ কারণে এবার তা কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দেশজুড়ে ‘আর্কটিক ব্লাস্ট’ চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা ও অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছি।’

আর্কটিক ব্লাস্টের কারণে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত কমে যায়, বেড়ে যায় তুষারপাত। বাতাসেও পরিবর্তন আসে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা থেকে ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে আর্কটিক ব্লাস্ট শুরু হয়েছে। পূর্বাভাস বলছে, সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকবে। বাতাসের কারণে ঠান্ডা বাড়বে।

সাধারণত ক্যাপিটল হিলের খোলা স্থানে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়, তখন সেখানকার ক্যাপিটল মলে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিপুল মানুষের সমাগম হয়। কিন্তু এবার ভেতরে হওয়ার কারণে তা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তারেক রহমানের ৬১তম জন্মদিন

নির্বাচন সামনে রেখে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নিলামে বিক্রি হল সোনার কমোড, দাম ১.২১ কোটি

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

ডাকসুর ব্যাপারে মানুষের আগ্রহ আমাকে বিস্মিত করে: ঢাবি ভিসি

বীজ থেকে কাঠ, কাঠ থেকে যন্ত্র এবং সুরের যাত্রায় ভিন্নধর্মী প্রদর্শনী ‘গায়েন অরণ্য'