ভিডিও বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৫ বিকাল

স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকিতে নেই

সংগৃহিত,বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকিতে নেই

বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে 'আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪' উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।


সীমান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সীমান্তে উত্তেজনা নেই, সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে। তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। একটা দেশ অন্য দেশ নিয়ে কতটা নগ্ন ও মিথ্যা তথ্য প্রচার করতে পারে ভারতীয় মিডিয়া এর উদাহরণ। আমরা যারা দেশে আছি সবাই একসঙ্গে এর প্রতিবাদ করবো।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভারত ইস্যুতে কোনো উদ্বেগজনক আশঙ্কা নেই। তারা যা করছে আপনারা এর প্রতিবাদ করবেন এবং সত্য ঘটনা প্রকাশ করবেন, সেই সময় ওদের মুখে চুনকালি পড়বে।

রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, বিষয়টি কি ইতিবাচক প্রভাব ফেলবে? জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, আমরা যখন সবাই এক হবো তখন অবশ্যই ইতিবাচক প্রভাব হবে। এতে আমরা সবাই একসঙ্গে কাজ করবো, একসঙ্গে প্রতিবাদ করতে পারবো। এটি খুবই ভালো দিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতি পেলেন দেশের ৫৯৩ চিকিৎসক

বগুড়ার বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা | Daily Karatoa

সিদ্ধান্তে অনড় দীপিকা

১২২ দিনের লড়া*ই শেষে আজ বাড়ি ফিরছে-মাইলস্টোন ট্রাজেডির আরিয়ান | Daily Karatoa

ভিন্ন ভূমিকায় বিপিএলে আসছেন শোয়েব আখতার

অভ্যুত্থানের আগে পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পীরা এসে গান করতো এখন পাকিস্তান থেকে আসে: নাছির উদ্দীন