ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

অসামাজিক কাজের সঙ্গে যুক্তের খবর, অভিযোগ নিয়ে থানায় শিরীন শিলা

অসামাজিক কাজের সঙ্গে যুক্তের খবর, অভিযোগ নিয়ে থানায় শিরীন শিলা

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা শিরিন শিলাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। এতে ১৮টি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির লিংক তুলে ধরে রাজধানীর বাড্ডা থানায় অভিযোগটি করেন এই চিত্রনায়িকা। জিডি নম্বর ৩৬৭। পরবর্তী সময়ে সাইবার ক্রাইমেও মামলা করবেন বলে জানান তিনি। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।  

শিরিন শিলা জানান, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যমে ‘অসামাজিক কাজের সঙ্গে জড়িত শিরিন শিলা’ এমন শিরোনামে কনটেন্ট প্রচার করতে দেখা যাচ্ছে। শুরুতে এসব কনটেন্ট পাত্তা দেননি শিরিন শিলা। কিন্তু বিষয়টি ক্রমেই অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। যা রীতিমতো তার ক্যারিয়ার ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলেও আশঙ্কা করছেন তিনি। তার কথায়, ‘প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য দিয়ে কনটেন্ট তৈরি করে প্রচার করছে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। সেসব আবার লাখ লাখ মানুষ দেখছে। আমার সম্মান নষ্ট করে ভিউ-বাণিজ্য করা হচ্ছে। আমি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হচ্ছি। আমার পরিবার ও আত্মীয়-স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে।’

আরও পড়ুন

 তিনি আরও বলেন, ‘আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, নেতিবাচক খবর প্রকাশ করেছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত, দেশ ছেড়ে পালিয়ে গেছি। এগুলো অসত্য। ভক্ত-দর্শকের কাছে আমার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এসব কোনোভাবেই মেনে নিতে পারছি না।’ উল্লেখ্য, শিরিন শিলাকে সবশেষ দেখা গেছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘শেষ বাজি’ সিনেমায়। মেহেদি হাসানের পরিচালনায় এতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় পানিতে ডুবে একদিনেই ৫ জনের মৃত্যু

‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ হলেন আকসা

মন্ত্রী-এমপিদের প্লট দিতে গিয়ে রাজউক ক্ষতি করে ফেলেছে: পরিবেশ উপদেষ্টা

আলোচনার টেবিলে হেরে, সহিংস পথে যেতে পরিকল্পনা করছে ডিপ্লোমারা: বুয়েট শিক্ষার্থীরা

গাজা সিটি দখলে ইসরাইলের চূড়ান্ত অভিযান শুরু

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম