ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৮ গ্রেপ্তার

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে শুক্রবার (২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ২০০ ইয়াবা, সাত গ্রাম হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আরও পড়ুনতাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন