ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দিনাজপুর বীরগঞ্জে মাছ ধরা উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা

দিনাজপুর বীরগঞ্জে মাছ ধরা উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দেশে কৃষিতে যুক্ত হয়েছে যান্ত্রিকীকরণ। ফলে গরুর বদলে ট্রাক্টর দিয়ে চলছে জমি চাষাবাদ। জমি চাষের সময় ট্রাক্টরের ফলার আঘাতে ভেসে ওঠে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। আর এসব মাছ ধরতে উৎসবে মেতেছে শিশু শিক্ষার্থীরা। তাদের বাধা দিচ্ছেন না অভিভাবকেরাও।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের নিজপাড়া-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র উদয় রায় বলে, স্কুল বন্ধ, তাই জমিতে চাষ দেওয়ার সময় ট্রাক্টরের শব্দে দল বেঁধে মাঠে ছুটে যাই। জমিতে নেমে নিজেদের মধ্যে চলে মাছ ধরার প্রতিযোগিতাও।

একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মহাদেব রায় বলে, সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের কারণে বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তাই বন্ধুরাসহ বাড়ির পাশে জমিতে মাছ ধরতে যাই। মাছ ধরে বাড়িতে নিয়ে আসায় বাজার থেকে আর কিনতে হয় না।

আরও পড়ুন

অভিভাবক লক্ষী কান্ত রায় বলেন, বর্ষাকালে কাদামাটিতে মাছ ধরার উৎসবে মেতে ওঠা আবহমান বাংলার সংস্কৃতি। কিন্তু বর্তমানে এ দৃশ্য খুব একটা চোখে পড়ে না। বিশেষ করে আমাদের শিশুরা এসব উৎসব থেকে বঞ্চিত হচ্ছে।

তবে এ মাছ ধরার উৎসব তাদের জীবনে কিছুটা আনন্দের সঞ্চার করেছে। এসব শিশুদের মানসিক প্রশান্তির খোরাক জোগাবে। এতে তাদের মনের অস্থিরতা কমবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু 

আরপিও সংশোধন নিয়ে বৈঠকে বসেছে ইসি

দেশের অখণ্ডতা রক্ষায় নবীন সৈনিকেরা প্রয়োজনে জীবন দেবে : বিজিবি ডিজি

চতুর্থ দিনে শিক্ষার্থীদের কর্মসূচী ‘বাংলা ব্লকেড’