ভিডিও বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেপ্তার

পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আকরাম শেখ (৫০) নামে এক শ্বশুরের বিরুদ্ধে থানায়  মামলা হয়েছে।গ্রেপ্তারের পর আকরাম শেখকে বুধবার (১০ জুলাই) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে মঙ্গলবার (০৯ জুলাই) দিবাগত রাতে ছেলে সালমান শেখ বাদি হয়ে বাবার নামে থানায় মামলাটি করেন। মামলায় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামের মৃত ছহির উদ্দীর ছেলে আকরাম শেখ (৫০) গত ২৩ ও ২৪ জুন গভীর রাতে জোরপূর্বক পুত্রবধূকে ধর্ষণ করে। আকরামের ছেলে সালমান শেখ রাসেলকে (২৪) গত ১৪ জুন একটি মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। 

আকরাম শেখের স্ত্রী কয়েক বছর আগে মারা যায়। ছেলে বাড়িতে না থাকার সুযোগে আকরাম শেখ পুত্রবধূর সাথে এ ঘটনা ঘটায়। চলতি মাসের ২ জুলাই সালমান শেখ জামিনে বের হয়ে বাড়িতে আসলে তার স্ত্রী ঘটনাটি খুলে বললে মঙ্গলবার বিকেলে সালমান শেখ বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। ওইদিন দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় মামলাটি নথিভূক্ত করা হয়। মামলা নম্বর-১৩।

আরও পড়ুন

বুধবার ভোররাতে পুলিশ বাড়ি থেকে আকরাম শেখকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠান তাকে। এ ঘটনার ভিকটিমকে (পুত্রবধু) ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

অভিযুক্ত আকরাম শেখ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, ছেলে ও বৌ মিলে এ ধরণের মিথ্যা নাটক সাজিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর পিছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি জানান।  

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শহিদুল ইসলাম  মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলের লিখিত অভিযোগ পাওয়ার পর বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্পখাতে জ্বালানি সংকট

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ-কয়লা তৈরির কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে