ব্রাহ্মণবাড়িয়ায় দেড় মণ গাঁজা উদ্ধার; গ্রেফতার ১
নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া থেকে দেড় মণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউসুফ আলী (৬০) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বুধবার (১০ জুলাই) সকালে বিজয়নগরে পাইকপাড়া হাটখোলা গ্রাম থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ জেলার বিজয়নগর উপজেলার পাইকপাড়া (পশ্চিমপাড়া হাটখোলা) গ্রামের মুসকত আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে উপজেলার পাইকপাড়া (পশ্চিমপাড়া হাটখোলা) গ্রামের নিজ বাড়ি থেকে ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে দেড় মণ (৬০ কেজি) গাঁজা জব্দ করা হয়।
আরও পড়ুনতিনি আরও জানান, অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজনের উপস্থিতি টের পেয়ে নূর ইসলাম ও লোকমান খাঁ নামে দুই মাদককারবারি পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন